করোনা আক্রান্তের সংখ্যা হাজারের কাছে, দরজায় কড়া নাড়ছে স্টেজ থ্রি !

শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়ে ৯৮৭ তে পৌঁছিয়েছে৷ রবিবার সকাল ৮ টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত ৯৮৭৷ আরও বহু লোক আইসোলেশনে ভর্তি৷ ফলে সংখ্যাটা আরও বাড়ারই আশঙ্কা৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে , এখনও স্টেজ থ্রি-তে যায়নি ভারতে করোনা সংক্রমণ৷ যদিও বিদেশ সফর না করা সত্ত্বেও বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে৷ অনেকেই অভিযোগ করছেন, পরিকাঠামোর অভাবে বেশি আক্রান্তের পরীক্ষা করতে পারছে না কেন্দ্র৷ যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর-এর দাবি, ভারতে পরীক্ষার সংখ্যা বাড়ছে৷

 

কেরলে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৬৫ ছুঁয়ে ফেলেছে৷ শনিবারও তিরুঅনন্তপুরমে ২ জন, কোল্লাম, মালাপ্পুরম, কাসারাগড ও পলাক্কড়ে যথাক্রমে ১ করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷
করোনায় জরুরি ত্রাণের জন্য একটি তহবিল তৈরি করেছে প্রধানমন্ত্রীর দফতর৷ এই তহবিলের কথা ঘোষণা করেছেন খোদ নরেন্দ্র মোদি৷ যে কেউ ওই তহবিলে অর্থ সাহায্য করতে পারেন৷
সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যেই দিল্লির তিহাড় জেল থেকে ৩৫৬ জন বন্দিকে ৪৫ দিনের অন্তর্বর্তী জামিনে এবং ৬৩ জন বন্দিকে ৮ সপ্তাহের প্যারোলে ছেড়ে দেওয়া হয়েছে । উত্তরপ্রদেশ সরকারও ৮ সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে ১১ হাজার বন্দিকে।

Previous articleকরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ইস্টবেঙ্গলের ৩০ লক্ষ
Next articleআসুন এই অভিনেত্রীকে স্যালুট জানাই