Thursday, May 15, 2025
শ্রেয়া বসু

ভেবেছিলাম এই ব্যাপারে অন্তত মুখ খুলতে হবেনা,কিন্তু দেখলাম আপনার মান আর হুঁশ কোনটাই নেই। শুধু দুই পায়ে চলতে শিখে গেছেন। কতগুলো মানুষ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার ভালো করার আর আপনি প্রতি মুহূর্তে তাদের চ্যালেঞ্জ করে যাচ্ছেন! কি চাইছেন? সুইসাইড করতে? করুন না,মেট্রো স্টেশন আছে, বাড়ির ছাদ আছে, চলে যান। নিজে মরবেন আবার লোককেও মারবেন এই মানসিকতা ত্যাগ করুন। বাপের জন্মে শুনিনি আপনাকে বাঁচানোর জন্য আপনাকে পেটাতে হবে। মার খাওয়া অভ্যেস হয়ে গেছে? ছোটবেলায় মায়ের কাছে, পরে হয়তো বৌ বা প্রেমিকার কাছে আর বয়স কালে এই চরিত্র থাকলে ছেলে মেয়েদের কাছেও খাবেন।

শিরদাঁড়া বলে তো কিছু নেই মানলাম,কিন্তু একবার চারপাশটা তাকিয়ে দেখুন সরীসৃপগুলোও বেরোচ্ছেনা। থার্ড স্টেজে পৌঁছে যাচ্ছি আর আপনি নমুনা করে পাড়ার মোড়ে একটা মাস্ক গলায় ঝুলিয়ে আড্ডা মারছেন। কখনো আবার মাথায় তুলে রাখছেন মাস্ক। ত্রিশূলে কনডম পড়াচ্ছেন? ভাবতে পারছেন এই ডাক্তার,পুলিশ এরা নিজের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে ঘরে ঢুকে গেলে আপনার কি হবে? শিরদাঁড়ার সঙ্গে শরীরে আর যা যা দাঁড়ায় সব গুটিয়ে যাবে।
আপনাদের অবস্থা এখন অনেকটা ওই সব মহিলাদের মত যারা জানে তাদের বর অন্য কারোকে ভালোবাসে, তবু নিজের আত্মসম্মান নেই বলে, জেনেও না জানার ভান করে বসে থাকে ।কিছুটা নিজের স্বার্থে। (প্রসঙ্গত বলি, আমি বিশ্বাস করি মেয়েরা চাইলে সব পারে, নারীবাদীরা লাফাবেন না। আত্মসম্মান এর ওপরে কিছু হয়না)।আপনি জানেন বাইরে গেলে মরবেন,তবু নিজের জেদ বজায় রাখতে বা নেহাত কৌতূহল বসে বাইরে ঘুরে বেড়াবেন।সত্যি বলছি খবরে দুটো শিশুকে আক্রান্ত হতে দেখে ঘেন্না হচ্ছে সেই পরিবারটির ওপর ।কতটা নির্লজ্জ হলে এরকম কেউ করতে পারে।যদিও আপনারাও পারেন।

অনেকদিন হলো দেখছি,এবার আর শুধু দেখবোনা, বিনা কারণে আড্ডা মারতে বা ঘুরে বেড়াতে দেখবো,কাঁচা খিস্তি বর্ষণ করবো। আর সেটা বিনা মেঘেই বজ্রপাত হবে। বয়স মানবনা আগেই বলে দিচ্ছি। এমনিতেই জানেন আমার মুখ কিন্তু ভালো না।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version