এতদিন শিশুদের ক্ষেত্রে করোনা-র ততটা মারাত্মক হয়ে ওঠার খবর মেলেনি৷
এ বার সেই বিরল ঘটনাই ঘটল আমেরিকায়। এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে ১ বছরের কম বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে শিকাগোয়। নজিরবিহীন এই ঘটনাকে নতুন সমস্যা বলে শঙ্কিত হচ্ছেন চিকিৎসকরা। এর আগে করোনায় ১ বছরের কম কোনও শিশুর মৃত্যু হয়নি৷ শনিবার শিকাগোয় এই শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু যে করোনায় ভুগছিল তা জানিয়েছে জনস্বাস্থ্য দফতরই। দফতরের ডিরেক্টর বলছেন, ‘‘এর আগে কখনও কোভিড ১৯-এর ফলে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। শিশুটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে সম্পূর্ণ তদন্ত হবে।’’
গত সপ্তাহে প্যারিসে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে।গত সপ্তাহেই লস অ্যাঞ্জেলসেও মৃত্যু হয় এক কিশোরের। কিন্তু এক বছরেরও কম বয়সী শিশুর মৃত্যুর ঘটনা এই প্রথম।
