এবার করোনা আক্রান্ত চিকিৎসক। আলিপুর কমান্ড হাসপাতালের চিকিৎসক কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। তিনি অ্যানেস্থেসিস্ট। ভর্তি রয়েছেন ওই হাসপাতালেই। রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। নাইসেডে তাঁর নমুনা পাঠানো হয়। তাঁর থেকে আরও অনেকে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। রাজ্য স্বাস্থ্য দফতর কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে সব তথ্য দিতে বলেছেন।
