করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪০ লক্ষ দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

করোনা আপডেট :২৯ মার্চ, সন্ধে ৭ টা। বিশ্ব : আক্রান্ত ৬,৮০,৫৫৭, মৃত ৩১,৯১৩। দেশ : আক্রান্ত ১০৩৭, মৃত ২৫। রাজ্য : আক্রান্ত ২০, মৃত ১

করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি। চলছে লকডাউন। কিন্তু বেড়েই চলেছে সংক্রামক ও মৃতের সংখ্যা। পিছু হটছে না রাজ্য বা কেন্দ্রীয় সরকারও। এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রকে আর্থিক সাহায্য দিতে এগিয়ে আসছে একাধিক প্রতিষ্ঠান। আবার পথেই হাঁটল সেন্ট জেভিয়ার্স কলকাতাও।

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর তহবিলে ৪০ লক্ষ টাকা অনুদান করবে সেন্ট জেভিয়ার্স। এই অনুদান তোলা হয়েছে অধ্যাপক এবং কর্মচারীরা থেকে।সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীদের দু’‌টি সংগঠনের পক্ষ থেকেও এই ফান্ডে সাহায্য করা হয়েছে। এছাড়া পড়ুয়ারাও নিজেদের সাধ্যমতো অর্থ সাহায্য করেছে।

Previous articleএই প্রথম করোনার হামলা রাজ্যের চিকিৎসক
Next articleজিতেছে বাংলা: চিকিৎসাধীন ৩ করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ