Monday, August 25, 2025

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এ পর্যন্ত দুই। উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর আত্মীয়রা এই মুহূর্তে রয়েছেন কোয়ারেন্টাইনে। তাঁদের ঠাঁই হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেখান থেকেই ভিডিও বার্তায় চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন মৃতের আত্মীয়া। তাঁর অভিযোগ, ঠিকমতো চিকিৎসা বা খাওয়া-দাওয়া তো দূর পানীয় জলটুকুও পাচ্ছেন না তাঁরা। এমনকী, তাঁদের কোনও পরীক্ষাও হয়নি বলে অভিযোগ করেছেন ওই তরুণী। ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁদের সঙ্গে রয়েছে শিশু এবং বৃদ্ধরা। অথচ হাসপাতালের পক্ষ থেকে তাঁদের যৎসামান্য খাবার দেওয়া হচ্ছে। একইসঙ্গে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী দেখা পাচ্ছেন না তাঁরা। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর থেকে বাড়িতে যদি হোম কোয়ারেন্টাইনে ব্যবস্থা করা হত, তাহলে অনেক স্বাস্থ্যকর ভাবে তাঁরা থাকতে পারতেন।

এর পরেই কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। তিনি সরকারের কাছে আর্জি জানান, তাঁদের জন্য যেন সুবন্দোবস্ত করা হয়। একই সঙ্গে তিনি বলেন, তাঁর আত্মীয়া চেন্নাই গিয়েছিলেন। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর মৃত্যু তাঁদের কাছে দুঃখজনক। কিন্তু এভাবে অস্বাস্থ্যকর অবস্থায় থাকাটা তাঁরা মেনে নিতে পারছেন না।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version