Saturday, August 23, 2025

বেসরকারি হাসপাতাল নেবে রাজ্য, বাড়ছে বীমাও

Date:

Share post:

জেলাওয়াড়ি বৈঠকে কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

1) স্বাস্থ্যকর্মী, পুলিশের বীমা বেড়ে 5 থেকে 10 লক্ষ টাকা। বেসরকারি জায়গা নিলে তাদের কর্মীরাও এর আওতায়।

2) জেলাস্তরে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়ছে।

3) জেলাভিত্তিক আইসোলেশন বেড বাড়ানো হচ্ছে। প্রাইভেট হাসপাতাল নেওয়া হচ্ছে।

4) ওষুধের গাড়িকে পুলিশ আটকাবে না। ড্রাগস ও কেমিস্ট সংক্রান্ত পরিবহন চলবে।

5) উত্তরবঙ্গেও সমান গুরুত্ব।

6) ঝাড়গ্রামসহ যেখানে আলাদা এলাকায় হাসপাতাল নেই, বেডের জন্য টুরিস্ট সেন্টার বা ফরেস্ট ভবনে আইসোলেশন বেড করতে হবে।

7) যাদের রেশন কার্ড নেই বা ভিনরাজ্যের শ্রমিক, তাদের খেতে দিতে হবে।

8) সব এলাকায় সচেতনতা প্রচার চাই। স্থানীয় ভাষাতেও করতে হবে।

9) ভেন্টিলেটর বাড়ানো হচ্ছে।

10) নতুন জায়গাগুলিতে যুদ্ধকালীন প্রস্তুতিতে হাসপাতাল কাঠামো করতে হবে।

11) ঝাড়খন্ডসহ সব সীমান্ত সিল। জরুরি পরিষেবা ছাড়া। চেকিং চলছে।

12) মুখ্যসচিবকে না জানিয়ে হু বা অন্য সংস্থার সার্কুলার যাবে না।

13) ডাক্তার, সিস্টারদের যাতায়াতে, থাকাখাওয়ায় যেন কোনো সমস্যা না হয়।

14) বন্ধ কারখানার শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন। কোনো কার্পন্য নয়।

15) সব জেলায় জনবসতি এলাকার বাইরের হাসপাতাল, হোটেল নিয়ে বেড তৈরি হচ্ছে।

16) না খেয়ে যেন কেউ মারা না যায়, দেখবেন জেলাশাসকরা।

17) ইসলামপুরে 200 লোক ঢুকেছিল। সব আইসোলেশনে।

18) কোনো বিধায়ক, সাংসদের চিঠিতে কাজ হবে না। বাড়াবাড়ি করলে ব্যবস্থা।

19) জেলা বা সাবডিভিশনাল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড হবে না। ছড়াবে। দূরে আলাদা জায়গায় করতে হবে।

20) রাজ্যের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত দিয়ে কেউ ঢুকবে না। হিলি বন্ধ।

21) পুলিশ দরকারে অসহায় পরিবারকে ওষুধ কিনে এনে দেবে।

22) দুএকজন পুলিশ বাড়াবাড়ি করছে। বাকিরা ভালো কাজ করছে।

23) চাবাগান মালিকদের ডেকে বৈঠক করবে প্রশাসন। যাতে সঙ্কট না হয়।

24) আসাম সীমান্ত সিল।

25) ভার্মা নামে এক অফিসার বাড়াবাড়ি করছে। বাজে ব্যবহার করছে। আলিপুরদুয়ার জেলায়। তাকে সতর্ক করো। কড়াকড়ি হোক। বাড়াবাড়ি না।

26) দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি গুরুত্বপূর্ণ। অজয়কুমার শিলিগুড়ি দেখবে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...