লকডাউন: বকেয়া না পেয়ে দুর্ভোগে মিল শ্রমিকরা

করোনা সংক্রমণ রুখতে গত ১৪ মার্চ থেকে বন্ধ রয়েছে টিটাগড় এম্পায়ার জুটমিল। অভিযোগ, বকেয়া টাকা শ্রমিকরা এখনও পাননি। সেই টাকা নিয়ে টালবাহানা অভিযোগ উঠছে মালিকের বিরুদ্ধে। পুলিশ, প্রশাসন, সাংসদ, বিধায়ক, পুরপ্রধান সকলে বলার পরে মিল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল সোমবার টাকা দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতি মতো বকেয়া টাকা না পেয়ে হতাশ শ্রমিকরা। একে লকডাউন, তার উপর তাঁদের বকেয়া টাকা না পাওয়ায় এখন দিশাহারা তাঁরা।

Previous articleসুস্থ থাকতে কী খাবেন? টিপস দিলেন মুখ্যমন্ত্রী
Next articleবেসরকারি হাসপাতাল নেবে রাজ্য, বাড়ছে বীমাও