মঙ্গলবার রাজ্যে ফের এক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাঁর পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়ালিসিস করতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ মেলে আড়িয়াদহর বাসিন্দার। জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ ভ্রমণ বা অন্য রাজ্যে যাননি। এই তথ্য সামনে আসায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।



