মাত্র ২৪ ঘন্টায় রাজ্যে হোম কোয়ারান্টাইনে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুন হয়ে গেল। গতকাল, সোমবার পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকার সংখ্যা ছিল ৪৭,১৯১ জন। আজ, মঙ্গলবার সেই সংখ্যা লাফিয়ে বেড়ে হয়ে গিয়েছে ১.৫ লক্ষর বেশি। এই বিষয়টা অবশ্যই রাজ্য স্বাস্থ্য দফতরের নজরে রয়েছে। তবে তাঁরা আগাম সাবধানতা হিসাবেই এই হোম কোয়ারান্টাইনে যাওয়ার উপর জোর দিয়েছেন। এখনও রাজ্যে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। আর সেই পর্ব এড়াতেই হোম কোয়ারান্টাইনের উপর জোর দেওয়া হচ্ছে। সেই কারণে একদিনে এক লাখের বেশি মানুষকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
