Thursday, August 28, 2025

বই প্রকাশিত হলে লেখার রীতি আছে, প্রথম প্রকাশ: বইমেলা।
এই বইতে লেখা: প্রথম প্রকাশ- লকডাউন 2020।

লকডাউনের মধ্যে টাটকা ই-বই আনছেন সাংবাদিক কুণাল ঘোষ। নাম-” হাফ ডজন গপ্পো।” ছটি গল্পের সংকলন।
1/4/2020 বুধবার তার আনুষ্ঠানিক প্রকাশ।
ঘোষণা করেছেন কুণাল নিজেই তাঁর চমকে দেওয়া ফেস বুক পোস্টে।
বই এবং ই-প্রকাশক সংস্থা, দুটির বিস্তারিত বুধবারই জানাবেন তিনি।
লকডাউনের মধ্যেও যে রাতারাতি ই-বুক প্রকাশ করা যায়, সেই উদ্যোগটাই অভিনব।

কুণাল পোস্টে লিখেছেন-

লকডাউনে e-book ” হাফ ডজন গপ্পো”।
আপনাদের শুভেচ্ছা চাই।
প্রকাশ : 1 এপ্রিল 2020
কীভাবে আপনার মুঠোয় পাবেন, জানাবো বুধবার।

করোনাযুদ্ধে লকডাউন।
জরুরি পরিষেবায় কাজ। তাঁদের স্যালুট।
বাকিরা ঘরবন্দি। সেটাও এক লড়াই বটে!

এই সময়ে যদি হাতে পেতেন নতুন ebook?
যদি আপনার ফোন বা ল্যাপটপেই পেতেন নতুন স্বাদ?

এই ভাবনা থেকেই উদ্যোগ।
তৈরি হয়েছে নতুন ওয়েবসাইট, যা ইবুক প্রকাশ করবে এবং লাইব্রেরি হিসেবে কাজ করবে।
সাইটের বিস্তারিত 1/4/2020 দেব।

প্রথম বই আসছে ” হাফ ডজন গপ্পো”
আমার তেইশতম বই।
আমার প্রথম ছোটগল্প সংকলন।
প্রথম ইবুকও বটে।
একটি গল্প গতবছরের। বাকি পাঁচটি গত পাঁচ দিনে লেখা।

লকডাউনের মধ্যে একটা অন্যরকম চেষ্টা।
আমি কৃতজ্ঞ, বই অলংকরণ করেছে সৃঞ্জয় পাল।
আমি কৃতজ্ঞ, ওয়েবসাইট আর ইবুক তৈরি করেছে আজরা খান। ধন্যবাদ ওর স্বামী ফারুককেও।
ওয়েবসাইটের প্রস্তুতিতে সহযোগিতার ধন্যবাদ অধ্যাপিকা অনুরাধা ঘোষকে।

এই কটা দিনের মধ্যে এই কাজটা সহজ ছিল না।
এবং কারুর সঙ্গে কারুর দেখা হয় নি।
সবই ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেলে।

আশা করি টাটকা ইবুক ” হাফ ডজন গপ্পো” ভালো লাগবে।
আশা করি নতুন ওয়েবসাইটের মঞ্চে আরও বহু লেখকলেখিকার নতুন ইবুক আত্মপ্রকাশ করে পৌঁছে যাবে বিশ্বজুড়ে।

গল্পগুলো প্রাণঢেলে লিখেছি।
আপনার শুভেচ্ছা চাই।

বাকি বিস্তারিত 1/4/2020 বুধবার আনুষ্ঠানিক প্রকাশের সময় জানাবো।

অনুরোধ, আপনি পড়বেন।
আপনার পরিচিতদের পড়ার জন্য পাঠাবেন: লকডাউনপর্বেও তো নতুন উপহার দেওয়া যায়।

ঘরে থাকুন।
সুস্থ থাকুন।
নতুন ইবুক ” হাফ ডজন গপ্পো” পড়ুন।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version