এইমসের চিকিৎসক অর্কপ্রভ সিনহা। তাঁর দুটি দাবি নিয়ে নানা মহলে গুঞ্জন। যেহেতু তিনি ডাক্তার, এবং এইমসের, তাই তাঁর মন্তব্য নিয়ে চর্চা চলছে। তাঁর দাবি, ২৩ ডিগ্রির উপরে এই করোনা ভাইরাস বাঁচে না এবং দ্বিতীয়ত এপ্রিল মাস এলে ক্রমশ করোনা হামলা ভোঁতা হয়ে যাবে। ডাঃ অর্কপ্রভ যা বললেন, চলুন একবার শুনে নি…
