Friday, December 19, 2025

আগামী দু সপ্তাহ গুরুত্বপূর্ণ: “রাস্তায় আড্ডার সময় পরে পাবেন, এখন বাড়িতে থাকুন”, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“একসঙ্গে ক্যারম খেলার, আড্ডা দেওয়ার অনেক সুযোগ পাবেন। এখন বাড়িতে থাকুন। আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ”। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা বিলাসিতা করার সময় নয়। রাজ্যে খাদ্যপণ্য যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কিন্তু তার মানে এই নয় রাজ্যবাসী পিকনিক মুডে থাকবেন। তিনি বলেন, বাড়িতে আলুসেদ্ধ-ভাত খেয়ে থাকুন। কিন্তু অযথা রাস্তায় বেরিয়ে জিনিস কেনার নামে ভিড় করবেন না। উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি বাড়িতে একাই থাকছেন। এবং নিজেই ভাত, ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাচ্ছেন। এই পরিস্থিতিতে সেদ্ধ-ভাত রাজ্যবাসী পাচ্ছে এটাই অনেক বড় কথা। অনেক রাজ্যে সেটাও পাওয়া যাচ্ছে না।

বারবার তিনি বাড়িতে থাকার প্রয়োজনীয়তার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, আগামী দুই সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে। কারণ অসতর্কতায় বড় বিপদ ঘটে যেতে পারে। লক্ষ্মণরেখা টেনে দেওয়া হয়েছে। সবাইকে সেটা মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রথিতযশা চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও সুকুমার মুখোপাধ্যায়। রাজ্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরাও। বারবার বলেছেন, এই যুদ্ধে আমাদের সবাইকে মিলে লড়তে হবে। কিন্তু সেটা করতে হবে বাড়িতে থেকে, সবাই মিলে রাস্তায় বেরিয়ে এই যুদ্ধ জয় করা যাবে না। উল্টে সংক্রমণ ছড়িয়ে পড়বে। বারবার বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...