করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে গুজব ছড়াচ্ছেন একাংশের মানুষ। এবার করোনাভাইরাস সম্পর্কিত সঠিক তথ্য ও খবর দেওয়ার জন্য আইআইটি প্রাক্তনী তথা বাঙালি ইঞ্জিনিয়ার তৈরি করলেন একটি ওয়েবসাইট।

www.denguebot.in এই ওয়েবসাইটটি ইতিমধ্যেই তৈরি করেছেন ইঞ্জিনিয়ার শৌভ মজুমদার। করোনাভাইরাস কী, এর উপসর্গ কী, কী কী কারণে করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে এই সব তথ্য জানা যাবে ওয়েবসাইট থেকে।
শৌভ জানান, “এই ওয়েবসাইট তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। এই ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য জানা যাবে।” তবে কোনও ভুল দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। ওয়েবসাইট তৈরি করতে আই বি এম – এর কারিগরি সহায়তা নিয়েছে এই ইঞ্জিনিয়ার।

ডেঙ্গুু নিয়ে সচেতনতা মূলক কাজ করার জন্য এই ওয়েবসাইট গত বছর থেকেই ব্যবহার করছেন তিনি।করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পেরে নতুনভাবে ওয়েবসাইটটি সাজালেন বাঙালি ইঞ্জিনিয়ার।
