শর্তসাপেক্ষে খুলবে মদের দোকান

গোটা দেশে লকডাউন। ঝাঁপ বন্ধ মদের দোকানে।মদ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করেন কেরলের দুই ব্যক্তি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিদান দেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে মদ পাওয়া যাবে।অর্থাৎ যেসব ব্যক্তিরা উইডথড্রাল সিম্পটমসের শিকার তারা ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে নির্দিষ্ট পরিমাণে মদ কিনতে পারবেন। তবে চিকিৎসককে হতে হবে সরকারি। কেরলে ইতিমধ্যেই ১১৪ জন মদ্যপ ব্যক্তিকে মানসিক অবসাদ ও অস্থিরতার জেরে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তাই কেরল সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। বিশিষ্ট অভিনেতা ঋষি কাপুর কয়েকদিন আগে মদের দোকান খোলার জন্য সওয়াল করেন। তখন অবশ্য তাঁকে বিতর্কের মুখে পড়তে হয়।

Previous articleকরোনা নিয়ে সঠিক তথ্য দেবে ওয়েবসাইট, নেপথ্যে বাঙালি ইঞ্জিনিয়ার
Next article“6 জন নয়, রাজ্যে করোনায় মৃত 3” ঘোষণা মুখ্যমন্ত্রীর