দিল্লির ধর্মীয় সভা থেকে কলকাতায়, তারা কোথায়?

0
1

দিল্লির একটি মুসলিম ধর্মীয় সভার জমায়েত থেকে যে বিপদ ছড়িয়েছে করোনার, সেখান থেকে অনেকেই কলকাতা এসেছেন। কলকাতার একাধিক এলাকার মসজিদে সেখান থেকে আসা বিদেশীও আছেন। এবার কথা হল, গোড়া থেকে এইসব মহল্লার অধিকাংশই তো লকডাউন না মেনে ইচ্ছেমত ঘুরেছে। তাহলে কতটা ছড়ালো সংক্রমণ? এর দায় কার? এদের জন্য ছড়ালে বিপদ সবার। সরকার খোঁজা শুরু করেছেন। এইসব এলাকায় বাড়তি পুলিশও দেওয়া হচ্ছে।