করোনার গ্রাসে বিধ্বস্ত আমেরিকা, মৃত্যু পেরোল ৫১০০, আক্রান্তের সংখ্যা বিশ্বে সর্বাধিক

করোনাভাইরাসের সংক্রমণে ভয়াবহ স্বাস্থ্য সংকটের দিকে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের প্রথমসারির একাধিক ভাইরোলজিস্ট ও করোনা টাস্কফোর্সের সদস্য আশঙ্কা প্রকাশ করেছেন, মৃত্যুসংখ্যা প্রায় ২ লক্ষ ৪০ হাজার ছুঁতে পারে। অনেকেই ইতিমধ্যে এই সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীর সবচেয়ে বড় বিপর্যয় বলে চিহ্নিত করেছেন।

গত ২৪ ঘন্টায় ট্রাম্পের দেশে নতুন করে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। এর ফলে আমেরিকায় করোনায় মৃত্যুসংখ্যা ৫১০০ পেরিয়েছে। মৃতদের মধ্যে ৬ মাসের এক শিশুও আছে। আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২ লক্ষ ১৬ হাজার পেরিয়ে গিয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। টেস্ট কিট ও অন্যান্য মেডিক্যাল সামগ্রীর আকাল শুরুর আশঙ্কা করছেন অনেকেই। প্রথমদিকে লকডাউনের বিপক্ষে নানা যুক্তি দেখালেও পরিস্থিতির ভয়াবহতা বুঝে সুর নরম প্রেসিডেন্ট ট্রাম্পের। এখন তিনি ৩০ এপ্রিল পর্যন্ত মার্কিন নাগরিকদের ঘরবন্দি থাকার কড়া নিয়ম জারি করতে বাধ্য হয়েছেন। আমারিকায় প্রতি দিন গড়ে ২৫ হাজার মানুষের করোনা সংক্রমণের আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা।

Previous articleতিন মাস বিদ্যুতের বিল জমা না দিলে যোগ হবে না অতিরিক্ত মাশুল
Next articleকরোনায় আক্রান্ত কাজল-নাইসা! কী বললেন অজয় দেবগন?