পাইপলাইনে সামাজিক দূরত্ব

করোনা আপডেট :২ এপ্রিল, বেলা ১১টা। বিশ্ব : আক্রান্ত ৯,১২,৯৮৯, মৃত ৪৫,৫৫১। দেশ : আক্রান্ত ১৮০৪, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব উদ্যোগ রেশন দোকানের। করোনাভাইরাস সংক্রমণ রুখতে চলছে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা। দেশ জুড়ে লক ডাউন। ভাইরাস ছড়িয়ে পড়া থেকে আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার অভিনব উদ্যোগ নিল হুগলির দেবনন্দপুরের একটি রেশন দোকান। বৃহস্পতিবার থেকে লম্বা পাইপের মাধ্যমে গ্রাহকদের চাল, গম দিচ্ছেন রেশন মালিক।সামাজিক দূরত্ব বজায় রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। স্বস্তি ক্রেতাদেরও। এই পন্থা অন্যান্য দোকানদারাও মেনে চলুন চান স্থানীয় বাসিন্দারা।

Previous articleকিছু বন্দির মুক্তি নিয়ে জটিলতা, কিছু নাম সুপারিশ-তালিকা থেকে বাদ পড়বে
Next articleএদের জন্য আমরা আতঙ্কিত