Sunday, January 11, 2026

প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকের পর লকডাউন নিয়ে টুইট করেও মুছলেন পেমা খাণ্ডু

Date:

Share post:

সম্ভবত লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিলের পর আর বাড়ছে না৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা-বৈঠকে তেমনই নাকি ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতের বিষয়টি সামনে আনেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ ভিডিও কনফারেন্স শেষে ঠিক এই টুইট-বার্তাই করেন বৈঠকে উপস্থিত অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ ওই টুইটে তিনি লেখেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ১৫ এপ্রিল লকডাউন উঠে যাবে। কিন্তু তার মানে এই নয় যে রাস্তায় ইচ্ছামতো ঘুরে বেড়ানো যাবে। আমাদের সবাইকে দায়িত্বশীল ভাবে ধীরে চলতে হবে৷ কারণ, করোনার বিরুদ্ধে লকডাউন এবং স্লোডাউনই একমাত্র পথ।”

এর পরই নাটক৷ টুইট করার আধঘন্টার মধ্যেই পেমা খাণ্ডু এই টুইট মুছে দিয়ে ফের একটি সাফাই-টুইট করেন৷ তাতে তিনি লেখেন, ” আমার যে অফিসার টুইটটি লিখেছেন, তিনি হিন্দি কম বোঝোন৷ তাই ওই টুইট মুছে ফেললাম৷”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু এখনও সরকারিভাবে জানানো হয়নি৷ তবে লকডাউন না থাকলেও পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্যকে একমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে৷ এমন কথাও নাকি বলেছেন প্রধানমন্ত্রী। করোনা- সংক্রমণ ফের যাতে না ছড়ায় সে জন্য ‘ফৌজি তৎপরতা’য় কাজ করার কথাও মুখ্যমন্ত্রীদের বলেছেন মোদি, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই খবর।
এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন ৯ জন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষ আমলারা। তবে সেখানেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই হয়েছে বৈঠক। এদিনের বৈঠকে নিজামউদ্দিন মসজিদের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে৷
তবে কয়েক জন মুখ্যমন্ত্রীর অভিযোগ,
কেন্দ্রীয় অনুদান বৃদ্ধির অনুরোধ জানালেও তা শোনা হয়নি৷

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...