ফের জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী

শুক্রবার সকাল ন’টায় ফের জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানান, সকাল ৯ টায় একটি ছোট ভিডিও বার্তা তিনি দেশবাসীকে দেবেন। সূত্রের খবর, লকডাউনের প্রায় ১১ দিনের মাথায় দেশের কী পরিস্থিতি? নোভেল করোনাভাইরাস সংক্রমণ এবং মৃতের সংখ্যা কত? সব বিষয়েই দেশবাসীকে জানাবেন প্রধানমন্ত্রী।

সেদিনও শুক্রবার ছিল, কুড়ি মার্চ, যেদিন দেশ জুড়ে ১৪ ঘণ্টার ‘জনতা কার্ফু’র কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। আর তারপরে তিনি ঘোষণা করেন ২১ দিনের লকডাউনের। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে কী জানান মোদি তার দিকেই নজর সবার।

Previous articleনিজের বিধানসভা কেন্দ্রে ত্রাণ তুলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়
Next articleপ্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকের পর লকডাউন নিয়ে টুইট করেও মুছলেন পেমা খাণ্ডু