Monday, May 19, 2025

করোনার সঙ্গে লড়াইয়ে এগিয়ে এলেন শাহরুখ খান। তাঁর সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ বিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করবেন তিনি।

কীভাবে সাহায্য করবেন, তা রেড চিলিজ এন্টারটেনমেন্ট টুইট করে জানিয়েছে। ২ পাতার বিবৃতিতে বিস্তারিত বলা হয়েছে।
কী কী ধরনের সাহায্য করতে চলেছেন শাহরুখ খান?

১. আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অর্থ সাহায্য করবে। যদিও অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

২. শাহরুখ ও গৌরীর সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করবে।

৩. মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারকে সহযোগিতা করতে ৫০ হাজার পিপিই দেবে।

৪. মীর ফাউন্ডেশন ও দ্য আর্থ ফাউন্ডেশনের যৌথভাবে মুম্বইয়ে ৫,৫০০-র বেশি পরিবারকে অন্তত ১ মাসের জন্য খাদ্য সামগ্রী দেবে। প্রতিদিন রান্না করা খাবার ২ হাজার প্যাকেটবন্দি করে দেওয়া হবে সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে।

৫. মীর ফাউন্ডেশন ও রোটি ফাউন্ডেশন যৌথভাবে ৩ লক্ষ খাবারের প্যাকেটের ব্যবস্থা করবে। যার মাধ্যমে ১০ হাজার মানুষের মাস খানেকের খাবার পাবেন।

৬. মীর ফাউন্ডেশন এবং ওয়ার্কিং পিপলস চার্টার দিল্লির ২,৫০০ মজুরকে অন্তত ১ মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস ও রেশন দেবে।

৭. পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের ১০০-র বেশি অ্যাসিড আক্রান্তকে ১ মাসের জন্য সাহায্য করা হবে।

তবে এটাই সব নয়। শাহরুখ জানিয়েছেন, দেশের প্রয়োজন অনুযায়ী তাঁরা সবরকম সাহায্যের চেষ্টা করবেন।

 

Related articles

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...
Exit mobile version