পুরনো কার্ডেই মিলবে রেশন!

দেশের নিম্নবিত্ত মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার খাদ্য সামগ্রী দেবে বলে ঘোষণা করেছে। আগামী তিন মাসের জন্য প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্যের জন্য ৫ কিলো সবজি ও ১ কিলো ডাল দেওয়ার ঘোষণা করেছে সরকার।

সরকার জানিয়েছে, কোনও ব্যক্তির কাছে পুরনো রেশন কার্ড থাকলে তাকে আর নতুন কার্ড তৈরি করাতে হবে না ৷ পুরনো রেশন কার্ডের মাধ্যমে রেশন তুলতে পারবেন দেশের যে কোনও প্রান্তে ৷ ‘ ওয়ান নেশন ওয়ান কার্ড স্কিম ‘ লাগু হওয়ার পরও পুরনো রেশন কার্ড চলবে বলে সাফ জানিয়েছে সরকার। অর্থাৎ, নতুন যোজনার জন্য নতুন কার্ড তৈরি করাতে হবে না।

Previous articleকরোনা-কালে জন্ম নেওয়া যমজের নাম রাখা হলো কোভিড ও করোনা
Next articleআইসিএসই-তেও ক্লাস এইট পর্যন্ত সবাই পরের ক্লাসে উত্তীর্ণ