বাড়িতে পেনশন পৌঁছে দিলেন পোস্টম্যান

লকডাউন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই চাইছেন একে অপরকে সাহায্য করতে। তারই উদাহরণ হুগলিতে। ভারতীয় ডাক বিভাগের কর্মী একজন বয়স্ক মানুষের বাড়ি গিয়ে তাঁর পেনশন পৌঁছে দিলেন। বালির মোড় ব্যান্ডেল স্টেশন রোডের বাসিন্দা ওই পেনশন হোল্ডারের নাম রাধাগোবিন্দ চট্টোপাধ্যায়। ৭০ উর্দ্ধ এই পেনশনভোগী ডাক বিভাগে জানান, তিনি অসুস্থ এবং তাঁর বাড়িতে পেনশন তুলে আনার মতো কেউ নেই। অসহায় বৃদ্ধ রাধাগোবিন্দের বাড়িতে তাঁর পেনশনের টাকা পৌঁছে দিলেন হুগলি ডাকঘরের পোস্টম্যান অতনু চক্রবর্তী। তিনি বলেন, এটা তাঁদের দায়িত্ব। এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়ে সকলে পাশে দাঁড়াতে হবে। অতনু চক্রবর্তী ডাক বিভাগে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ সার্কেলের কোষাধ্যক্ষ।

Previous articleআগে থালা ধরিয়ে ছিলেন, এবার হাতে হ্যারিকেন ধরালেন প্রধানমন্ত্রী! মন্তব্য সুজনের
Next articleকরোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি নিয়ে কী বললেন ডাঃ কুণাল সরকার?