ভিডিও কনফারেন্সে ক্রীড়াবিদদের কী বললেন মোদি?

শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি-সহ দেশের ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন তিনি। করোনা মোকাবিলায় কীভাবে তাঁরা সচেতনতার প্রচার করতে পারেন তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে।

ইতিমধ্যে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন ক্রীড়াবিদরা। শচীন , সৌরভ , পি ভি সিন্ধু সহ একাধিক ক্রীড়াবিদ সাহায্য করেছেন। এদিনের ভিডিও কনফারেন্সের বৈঠকে শচীন, সৌরভ, কোহলি ছাড়াও উপস্থিত ছিলেন পি টি ঊষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, পি ভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারার মতো ক্রীড়াবিদরা।

এই প্রথম ক্রীড়াবিদদের মুখোমুখি বসেন মোদি। বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, পরবর্তীতে আরও কীভাবে তাঁরা সরকারকে ও দেশের মানুষকে সাহায্য করতে পারবেন আলোচনা হয়েছে তা নিয়েও।

Previous articleলকডাউনে গরিব মানুষের পাশে অর্জুন ও স্বেচ্ছাসেবী কর্মীরা
Next articleবাতি জ্বালিয়ে করোনাকে বিজেপির রাজনৈতিক ইভেন্ট বানাতে চাইছেন মোদি, অভিযোগ অধীরের