রাজ্যে মৃত্যু বাড়েনি, আক্রান্ত বেড়ে ৪৯

নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব রাজীব সিনহা ও ডাঃ অভিজিৎ চৌধুরী

১. রাজ্যে করোনায় মৃত বাড়েনি। অর্থাৎ ৩ রয়েছে।

২. রাজ্যে আক্রান্ত আরও ১১। সবমিলিয়ে আক্রান্ত ৪৯।

৩. কলকাতায় ৪ করোনা হাসপাতাল।

৪. করোনা মোকাবিলায় ৭ পরীক্ষাকেন্দ্র।

৫. রাজ্যে পাঁচ বেসরকারি ছাড়াও দুই সরকারি কেন্দ্র।

৬. জেলায় ৫৫ করোনা হাসপাতাল।

৭. রাজ্যে ৫১৬ কোয়ারেন্টাইন সেন্টার।

৮. ১ লক্ষ ৮০ হাজার ১০০ পিপিই বিলি রাজ্য সরকারের

৯. গৃহ পর্যবেক্ষণে ৫২ হাজার জন রয়েছেন।

১০. কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬২৬ জন।

১১. রাজ্যে করোনা টেস্ট হয়েছে শনিবার পর্যন্ত ১০৪০জনের।

১২. কেন্দ্র -রাজ্যের সংখ্যায় পার্থক্য হওয়া উচিত নয়। রাজ্য প্রকাশ্যে তথ্য দিচ্ছে। কেন লুকোবে?

Previous articleকরোনার জেরে এবার স্থগিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
Next articleউত্তর ২৪ পরগনা জেলা জুড়ে তৈরি হচ্ছে করোনা হাসপাতাল