‘দিদির মানবিক কাজে ভাই হয়ে হাত বাড়ানোই আমার কর্তব্য’, বাংলায় মমতাকে লিখলেন শাহরুখ

করোনা আপডেট :৪ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের বাদশা।গতকাল অর্থাৎ শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ফোন করে জানিয়েছিলেন রাজ্যের ত্রাণ তহবিলে আড়াই কোটি টাকা সহ ৫০ হাজার পিপিই দেবেন। শাহরুখের সাহায্যের আশ্বাস পেয়ে মুখ্যমন্ত্রী শনিবার ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করেছিলেন তাঁকে। আর তার কিছুক্ষণের মধ্যেই বাংলায় লিখে পালটা ট্যুইট করলেন কিং খান নিজে।

তিনি লিখেছেন, ‘দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।’ সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে দিয়ে লিখেছেন ‘আমি কলকাতা’
“আমি ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, জীবনটা আনন্দের ছিলো৷
আমি জেগে উঠে দেখলাম, জীবন মানে সেবা৷ আমি তাই করলাম৷ সেবার মধ্যেই আনন্দ… রবীন্দ্রনাথ ঠাকুর

Previous articleকরোনা সঙ্কটের মধ্যেই শহরে ফের রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! এবার ভাইয়ের মৃতদেহ আগলে দিদি
Next article১৫ এপ্রিল নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানাল ভারতীয় রেল