১৫ এপ্রিল নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানাল ভারতীয় রেল

করোনা আপডেট :৪ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

লকডাউন উঠে যাওয়ার পর ১৫ এপ্রিল থেকে যাত্রীদের রেল চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শনিবার জানায় সংবাদসংস্থা পিটিআই। একাধিক সংবাদমাধ্যমে তা প্রচারিতও হয়। কিন্তু এরপরই ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়, ১৫ এপ্রিল যাত্রীদের রেল পরিষেবা শুরুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে রেল চলাচলে লকডাউনের সময়সীমা নিয়ে। তবে রেল দফতর জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে যথাসময়েই সিদ্ধান্ত ঘোষণা হবে।

Previous article‘দিদির মানবিক কাজে ভাই হয়ে হাত বাড়ানোই আমার কর্তব্য’, বাংলায় মমতাকে লিখলেন শাহরুখ
Next article‘আয়ুষ্মান ভারত’-এ যুক্তদের বিনামূল্যে হবে করোনা-টেস্ট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট