‘আয়ুষ্মান ভারত’-এ যুক্তদের বিনামূল্যে হবে করোনা-টেস্ট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট

করোনা আপডেট :৪ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা৷

কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতাধীন নাগরিকদের বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই প্রকল্পের আওতাধীন প্রায় ৫০ কোটি মানুষ৷ এরা সবাই প্রয়োজন হলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। নমুনা পরীক্ষাও হবে বিনা খরচে৷ শনিবার একথা জানিয়েছে জাতীয় স্বাস্থ্যসংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই সংস্থা বিবৃতিতে বলেছে,”বেসরকারি ল্যাবরেটরি এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হাসপাতাল বিনামূল্যে এই সুবিধা দেবে। ইতিমধ্যে করোনা সংক্রমিতের নমুনা পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এবার এই প্রকল্পের আওতায় থাকা ৫০ কোটি নাগরিক বিনামূল্যে সেই পরিষেবা পেতে পারবেন।” জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রক-স্বীকৃত এবং বেসরকারি ল্যাবরেটরিতে ICMR-এর গাইডলাইন মেনে নমুনা পরীক্ষা হচ্ছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন টুইট করে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫০ কোটি পরিবার বিনামূল্যে নমুনা পরীক্ষা ও চিকিৎসা করাতে পারবেন’।
প্রসঙ্গত, এই বাংলায় ‘প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্প’-এর স্বীকৃতি নেই৷

 

Previous article১৫ এপ্রিল নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানাল ভারতীয় রেল
Next articleকরোনা- যুদ্ধের জন্য প্রস্তুত ভারত-আমেরিকা, ফোনে কথা হলো ট্রাম্প- মোদির