করোনা- যুদ্ধের জন্য প্রস্তুত ভারত-আমেরিকা, ফোনে কথা হলো ট্রাম্প- মোদির

করোনা আপডেট :৪ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

মারণ নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। ইতালি এবং আমেরিকায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বহু মানুষ। এখনও পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার। এই ভাইরাস-শৃঙ্খল ভাঙার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী শনিবার তাঁর নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনে একটি বিস্তৃত কথা হয়েছে। ইতিবাচক আলোচনা হয়েছে৷ COVID-19 যুদ্ধের জন্য ভারত-আমেরিকা যৌথভাবে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে সম্মত হয়েছি।”

Previous article‘আয়ুষ্মান ভারত’-এ যুক্তদের বিনামূল্যে হবে করোনা-টেস্ট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট
Next articleদেশে করোনা- আক্রান্তের ৩০% তাবলিগ- জমায়েতে ছিলেন, তথ্য পেশ স্বাস্থ্যমন্ত্রকের