Saturday, August 23, 2025

রাজ্যে গত ২৪ ঘন্টায় আরও চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁরা করোনা পজিটিভ ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। তবে এই মৃত্যু কোভিড ১৯-এর কারণে কি না তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি।

শনিবার রাতে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বাইপাসে ধারের একটি বেসরকারি হাসপাতালে। তবে, তিনি কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন।
রবিবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে শেওড়াফুলির এক বাসিন্দার। তিনি করোনাভাইরাস পসিটিভ ছিলেন বলে পরিবার সূত্রে খবর।
এনআরএস এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে দু’জনের। তাঁদেরও করোনার চিকিৎসা চলছিল বলে হাসপাতাল সূত্রে খবর।
উত্তরবঙ্গে প্রথম করোনা আক্রান্তের মৃত মহিলার সঙ্গে একই কোয়ারেন্টাইনে চিকিৎসা চলছিল ওই ব্যক্তির। ওই রেলকর্মীর মৃত্যুর খবর জানিয়েছে রেলওয়ে।
এনআরএস-এ ৩৪ বছর বয়সী যাঁর মৃত্যু হয়েছে, তিনি দেশ বা রাজ্যের বাইরে কোথাও যাননি বলে খবর। চিত্তরঞ্জন মেডিক্যাল, বেলেঘাটা আইডি হাসপাতাল ঘুরে সোমবার ভর্তি হন এনআরএস হাসপাতাল। শুক্রবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। সূত্রে খবর, ওই রোগীর চিকিৎসারত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ মোট ৫০ জনকে পাঠানো হয়েছে।
শনিবার, বিকেলের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ৭। যার মধ্যে ৩ জন শুধুমাত্র করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। বাকি ৪ জন অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। তবে তাঁরা করোনা পজেটিভও ছিলেন। তবে গত ২৪ ঘণ্টা যে ৪জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে, তাঁদের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version