মেদিনীপুরের কানাশোল গ্রাম। এখানে প্রতিবছর মহা ধুমধাম করে বাবা ঝাড়েস্বরের মন্দিরে পালিত হয় গাজন উৎসব। বেশ নামকরা মন্দির। চৈত্র মাসে একমাস ধরে চলে এই গাজন উৎসবের মেলা। ভক্তও সমাগম হয় প্রায় লক্ষাধিক। তবে এই বছর করোনা প্রভাব পড়েছে এই মেলায়। প্রশাসনের নির্দেশমত এই বছর কোনও মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। করোনা ভাইরাসের থেকে সতর্ক থাকার জন্যই তাদের এই সিদ্ধান্ত। তবে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে বাবার পুজো করার কথা জানিয়েছেন তাঁরা।
