Big Breaking : করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা, মমতা-মনমোহন-প্রণবকে ফোন মোদির

দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজের পূর্বসূরী, প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার, সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিরোধীদলের নেতাদের সঙ্গে তাঁর কথা হবে। যদিও এই বৈঠকে যোগ দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে তৃণমূল। এরপরে রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করেন মোদি। ফোনে কথা বলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা পাতিলের সঙ্গেও। নিজের দুই পূর্বসূরী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া এবং মনমোহন সিং-কে ফোন করে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোদি। এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, অখিলেশ যাদবের সঙ্গেও তাঁর কথা হয়েছে।

সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে আর কী কী পদক্ষেপ করা যায়? সে বিষয়ে প্রশাসনিক প্রধানদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ১৪ তারিখ পর্যন্ত লকডাউনের পরে কীভাবে পরিস্থিতি সামলানো যাবে, সে বিষয়েও আলোচনা হয়। একটানা বেশি দিন লকডাউন করে রাখা সম্ভব নয়। সে ক্ষেত্রে ১৫ তারিখ থেকে করোনা মোকাবেলায় কী ধরনের সর্তকতা নেওয়া যাবে- তা নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদি আলোচনা করেছেন বলে সূত্রের খবর।

Previous articleদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বন্ধ হতে চলেছে কানাশোলের গাজন
Next articleকরোনা মোকাবিলায় দুঃস্থদের পাশে বোধি ভবন কলেজিয়েট স্কুল