চিন থেকে দেশে এল ২১ টন চিকিৎসা সামগ্রী

দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে চিন থেকে ২১ টন চিকিত্‍সা সামগ্রী নিয়ে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান।

শনিবার এয়ার ইন্ডিয়ার প্রথম কার্গো বিমান চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে পা রাখে। করোনা রোধে দিনরাত লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এই চিকিৎসা সামগ্রী তাঁদের অনেক সমস্যার সমাধান করবে বলে মত স্বাস্থ্য মহলের।
সূত্রের খবর, দুই দেশের মধ্যে মোট ১১৬ টি বিমান চলাচল করবে লাইফ লাইন উড়ান প্রকল্পে। যার মধ্যে ৭৯ তা বিমান নিয়ন্ত্রন করবে এয়ার ইন্ডিয়া এবং এলায়েন্স এয়ার। এই কার্গো বিমানে করোনাভাইরাস চিকিৎসার মেডিক্যাল কিট মাস্ক, গ্লাভস, এবং বাকি চিকিৎসা সামগ্রী চিন থেকে ভারতে আনা হবে।

এই লাইফ লাইন উড়ানের মাধ্যমে গুয়াহাটি, দিব্রুগড়, দিমাপুর,ইম্ফল, শ্রীনগর, পোর্ট ব্লেয়ার, কোচিনের অপেক্ষাকৃত ছোট অঞ্চলে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Previous articleসকাল-বিকাল ফোন, ‘মদ চাই’! বন্ধ জরুরি পরিষেবা
Next articleকরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা: দফায় দফায় বৈঠক মোদির