এবার বাঘিনীর শরীরে করোনা সংক্রমণ!

করোনা দাপটে জেরবার সারা বিশ্ব। বিশ্ব জুড়ে আক্রান্ত ১২ লক্ষের বেশি। মৃত্যু ৬৫ হাজার বেশি মানুষের। এবার সেই করোনাভাইরাস ধরা পড়ল বাঘিনীর শরীরে। অসুস্থ একাধিক পশু। ঘটনা নিউ ইয়র্কের চিড়িয়াখানায়। আমেরিকার এগ্রিকালচার বিভাগের ভেটেনারি সার্ভিস ল্যাবরেটরি সূত্রে খবর, একাধিক বাঘের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে। যদিও প্রত্যেকের পরীক্ষা করা সম্ভব হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে ওই চিড়িয়াখানা। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থদের।

দিন কয়েক আগে নিউ ইয়র্কের ব্রংকস চিড়িয়াখানায় একাধিক বাঘ ও সিংহ অসুস্থ হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকেরই শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর চার বছর বয়সী মালয়েশিয়ান বাঘটির পরীক্ষা করা হয়। তার শরীরে মেলে ভাইরাসের সংক্রমণ। ওই বাঘটির বোন সহ আরও দুটি বাঘ ও তিনটি আফ্রিকার সিংহের কাশি হতে দেখা যায়।

চিড়িয়াখানার এক কর্মীর করোনা আক্রান্ত হন। মনে করা হচ্ছে, ওই ব্যক্তির শরীর থেকে ভাইরাস পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

Previous articleকরোনা মোকাবিলা: ভারতের প্রশংসায় পাকিস্তান
Next articleএবার প্রমাণের দায়, আমরাই কেন সেরা !