ময়দানে অনাহারে থাকা ঘোড়াদের মুখে খাবার তুলে দিল কলকাতা পুলিশ

করোনা আপডেট :৬ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১২,৮৮,০৮০। মৃত ৭০,৫৬৭। দেশ : আক্রান্ত ৪,৩১৪, মৃত ১০৯। রাজ্য : আক্রান্ত ৬১, মৃত ৩।

ফের কলকাতা পুলিশের মানবিক মুখ। করোনার জেরে চলছে লকডাউন। আর লকডাউনের জেরে কাজ হারিয়েছে গড়ের মাঠের ঘোড়ার দল ও তাদের মালিকের। জুটছে না খাবারও। কার্যত অস্তিত্ব সঙ্কটে পড়েছিল তারা। সেই ঘোড়াদের বাঁচাতে এবার এগিয়ে এলো কলকাতা পুলিশ। আজ, সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে একথা জানানো হয়েছে।

রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের সঙ্গে সমন্বয়ে ময়দান এবং হেস্টিংস মাজার এলাকায় ৪১ জন দরিদ্র ঘোড়ার মালিককে প্রায় ১৫০টি ঘোড়ার জন্য প্রয়োজনীয় খাবার পৌঁছে দিল কলকাতা মাউন্টেড পুলিশের টিম। এরই পাশাপাশি খাবার পৌঁছে দেওয়া হয়েছে শহরের রাস্তায় এদিক-সেদিক ঘুরে বেড়ানো আরও বেশ কয়েকটি ঘোড়ার কাছেও।

Previous articleলকডাউনের জের : সমস্ত তথ্য ফোনেই দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক
Next articleকরোনা-যুদ্ধের দ্বিতীয় ধাপের কৌশল প্রায় চূড়ান্ত, জেনে নিন কেন্দ্রীয় পরিকল্পনা