লকডাউনের জের : সমস্ত তথ্য ফোনেই দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক

করোনাভাইরাস মহামারি ও গ্রাহকদের আর্থিক অবস্থার উপর তার প্রভাবের কথা মাথায় রেখেছে বন্ধন ব্যাঙ্ক। তার গ্রাহকদের টেলিফোন কলের মাধ্যমে ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত তথ্য সূচিত করছে। বন্ধনের অফিসাররা  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র গাইডলাইনস গুলি সম্পর্কেও গ্রাহকদের অবগত করাচ্ছে। রিজার্ভ ব্যাংকের নোটিশে যে ৩ মাস ঋণের কিস্তি না দেওয়ার কথা উল্লিখিত আছে তার ফলে ঋণের মেয়াদ ও সুদের পরিমাণের উপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলি সম্পর্কেও বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ৩ মাস কিস্তি না দিলেও যে ঋণ-এর উপর সুদ লাগু হতে থাকবে, সেই কথাও বলে দেওয়া হচ্ছে।

এছাড়াও গ্রাহকদের বোঝানো হচ্ছে করোনাভাইরাসের মোকাবিলা করার জন্যে কীভাবে সরকারি সিদ্ধান্ত মেনে চলাফেরা করতে হবে ও স্বাস্থ্য সচেতন থাকার কথা। ঋণের কিস্তি ৩ মাস পিছিয়ে দিতে চাইলে সেই সংক্রান্ত এপ্লিকেশন করার কথাও তাতে বলা হচ্ছে।

Previous articleমুম্বইয়ে কর্মরত ছেলে, বাবাকে বাঁচতে এগিয়ে এল সিআরপিএফ
Next articleময়দানে অনাহারে থাকা ঘোড়াদের মুখে খাবার তুলে দিল কলকাতা পুলিশ