মুম্বইয়ে কর্মরত ছেলে, বাবাকে বাঁচতে এগিয়ে এল সিআরপিএফ

বাবা অসুস্থ। মুম্বই থেকে ২২০০ কিমি সাইকেল চালিয়ে কাশ্মীর পৌঁছাল ছেলে। আর তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তথা সিআরপিএফ।

মুম্বইয়ে কর্মরত মহম্মদ আরিফ। আদতে কাশ্মীরের রাজৌরী জেলার বাসিন্দা। মুম্বইয়ে থাকাকালীন তিনি জানতে পারেন তাঁর বাবা ওয়াজির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এদিকে দেশ জুড়ে লকডাউন চলায় বন্ধ রয়েছে গণ পরিবহন ব্যবস্থা। ফলে সাইকেলে চেপে মুম্বই থেকে কাশ্মীর পাড়ি দেন তিনি।

সংবাদ মাধ্যমে খবর পেয়ে, আরিফের গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বিএন সিআরপিএফ আরিফের বাড়িতে পৌঁছায়। রবিবার, সিআরপিএফ চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপর জওয়ানরা তাঁকে হাসপাতালে ভর্তি করান।

Previous articleলকডাউনে অনাহারে দিন কাটাচ্ছে গড়ের মাঠের ঘোড়ার দল
Next articleলকডাউনের জের : সমস্ত তথ্য ফোনেই দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক