চমক ! বাংলা নববর্ষে ereaders-এর উপহার নতুন ছ’টি ই-বই

বাংলা বইয়ের জগতে নতুন ইতিহাস। চমক তো বটেই।

করোনাযুদ্ধে এই লকডাউনের মধ্যে নতুন ই-প্রকাশনা এবং ই-লাইব্রেরি “ereaders” ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে।
প্রথম বই হিসেবে কুণাল ঘোষের ই-বই ” হাফ ডজন গপ্পো” প্রকাশিত।
এই বইটি বিশ্বব্যাপী পাঠকমহলে সাড়া পাওয়ায় ereaders-এর নতুন উদ্যোগ, বাংলা নববর্ষ উপলক্ষ্যে নতুন হাফ ডজন ই-বই। পাঠকপাঠিকা বাড়িতে বসেই পড়তে পারবেন নতুন লেখা এবং নিতে পারবেন প্রযুক্তির স্বাদ। আপাতত নজর রাখতে হবে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রকাশ। পাওয়া যাবে https://ereaders.co.in ওয়েবসাইটে।

নতুন ছটি বই হল:

1) মনীষীদের ‘কেচ্ছা’ কিন্তু কেচ্ছা নয়।
রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
অনুলিখন: সায়নজিৎ ভৌমিক।
মনীষীদের ব্যক্তিগত জীবনের চর্চা নেতিবাচক নয়; মহামানবের উত্তরণে নতুনের আবিষ্কারের উপাদান। দেখিয়েছেন রঞ্জন।

2) মীরজাফর বিশ্বাসঘাতক ছিলেন না।
দেবাশিস পাঠক।
তথ্য ও বিশ্লেষণে চলতি ধারণার উল্টোদিকে এক ধারালো সওয়ালের দলিল।

3) যুবরাজের অগ্নিপরীক্ষা।
কুণাল ঘোষ।
তৃণমূলের তরুণতুর্কী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘরানার রাজনীতি ও সামনের চ্যালেঞ্জের এক চুলচেরা বিশ্লেষণ। সঙ্গে প্রচুর ছবি।

4) অভিমানী বুদ্ধদেব।
কুণাল ঘোষ
উদ্ধত সম্রাট থেকে স্বেচ্ছাবন্দি প্রাক্তনে রূপান্তরের এক বিচিত্র যাত্রাপথ। সঙ্গে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বহু বিরল ছবি।

5) বেপরোয়া দিলীপ ঘোষ।
অভিজিত ঘোষ।
আর এস এস থেকে একেবারে রাজ্য বিজেপির সভাপতি হয়েই সদাবিতর্কিত। সংলাপে বেপরোয়া। সঙ্গে প্রচুর অদেখা ছবি।

6) রবিনহুডের রূপকথা।
কনাদ দাশগুপ্ত।
অধীররঞ্জন চৌধুরীর নাটকীয় যাত্রাপথ। ফেরার অভিযুক্ত থেকে লোকসভায় কংগ্রেসের দলনেতা। সঙ্গে ছবি।

এই হাফডজন নতুন বই আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপী পাঠকপাঠিকার হাতের মুঠোয় চলে আসবে। প্রকাশের ঘোষণাও হবে। লকডাউনের মধ্যে ই-বই প্রকাশে এক নজির গড়ল ereaders. এরা কোনো পুরনো মুদ্রিত বই প্রকাশ করবে না। প্রকাশ করবে সব নতুন লেখার বই। ফলে দেখতে থাকুন, সঙ্গে রাখুন https://ereaders.co.in

Previous articleলকডাউনে কুকুরের খাবারে ভাগ বসাচ্ছে ওরা! পুরোটা জানলে আপনার চোখে জল আসবে
Next articleসকাল-বিকাল ফোন, ‘মদ চাই’! বন্ধ জরুরি পরিষেবা