আগের ঘোষণা সংশোধন করে সরকার জানালো, সাংসদদের শুধু বেতন 30% কমছে। পেনশন বা ভাতা কমছে না। এই মর্মে যে খবর ছড়িয়েছিল, তাতে সংশোধনী দিয়েছেন সংশ্লিষ্ট সরকারি মুখপাত্র। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদদের বেতন 30% কমানো নিয়ে আপাতত সর্বত্র চর্চা।
