লকডাউন কি ১৪ এপ্রিল শেষ হচ্ছে? জল্পনা জিইয়ে রাখলেন মন্ত্রী

করোনা আপডেট :৬ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১২,৮৮,০৮০। মৃত ৭০,৫৬৭। দেশ : আক্রান্ত ৪,৩১৪, মৃত ১০৯। রাজ্য : আক্রান্ত ৬১, মৃত ৩।

করোনা সংক্রমণ রুখতে জারি হওয়া জাতীয় লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে ১৪ এপ্রিল। কিন্তু তারপরই কি তুলে নেওয়া হবে লকডাউন? সোমবার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকের পর মন্ত্রী প্রকাশ জাওড়েকর যে মন্তব্য করলেন তাতে জল্পনা জিইয়ে থাকল। লকডাউন ১৪-র পরে উঠবে কিনা সেই প্রশ্নের জবাবে হ্যাঁ বা না কিছুই বলেননি জাওড়েকর। তাঁর তাৎপর্যপূর্ণ জবাব, এখনই এটা নিয়ে বলার সময় আসেনি। আমরা আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখছি। যথাসময়েই সিদ্ধান্ত জানতে পারবেন। দেশের পক্ষে যা সবচেয়ে ভাল হয় এবং সঠিক হয় তেমন সিদ্ধান্তই নেওয়া হবে।

Previous articleকরোনা-যুদ্ধের দ্বিতীয় ধাপের কৌশল প্রায় চূড়ান্ত, জেনে নিন কেন্দ্রীয় পরিকল্পনা
Next articleসাংসদদের বেতন কমছে, পেনশন বা ভাতা নয়