করোনা মোকাবিলায় তৎপরতা দেশজুড়ে। এবার সেই প্রেক্ষিতে প্রশংসার সুর শোনা গেল পাকিস্তানের গলায়।

করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে ফ্রাঙ্কফুর্টে বিশেষ বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। বিমানে করে দেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ সামগ্রীও। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের এক সিনিয়র ক্যাপ্টেন সংবাদ সংস্থাকে জানান “আমরা যখন ইউরোপে যাচ্ছিলাম, তখন পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে আমাদের আসসালাম আলাইকুম! বলে অভিবাদন জানানো হয়। এই মহামারির সময়েও উড়ান পরিবহন অব্যাহত রাখায় তাঁরা খুবই গর্বিত বলে জানিয়েছেন। “