ভবঘুরেদের জন্য খাবারের আয়োজন, মানবিকতার নজির পুলিশের

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনের জেরে বন্ধ খাবারের দোকান, হোটেল। দেখা নেই পথ চলতি মানুষের। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ভবঘুরেরা। সোমবার সেই সব মানুষদের নিজে হাতে রান্না করে খাওয়ালেন দাদপুর থানার অফিসার ইনচার্জ বাপি হালদার। থানার অন্য পুলিশ কর্মীদের নিয়ে দুর্গাপুর হাইওয়ের উপর প্রায় ১৫০ জনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেন তিনি। এদিন ভবঘুরেদের ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, ডিম খাওয়ান পুলিশকর্মীরা। পুলিশের এই মানবিক রূপ দেখে খুশি সাধারণ মানুষ।

Previous articleপার্টির ৪০তম প্রতিষ্ঠা দিবসে যা বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
Next articleত্রাণ সামগ্রীর সঙ্গে লুডোও বিলি মন্ত্রী শশী পাঁজার! কিন্তু কেন?