ত্রাণ সামগ্রীর সঙ্গে লুডোও বিলি মন্ত্রী শশী পাঁজার! কিন্তু কেন?

লকডাউনের পর থেকে কখনও গরিব হতদরিদ্র মানুষ, কখনও ভবঘুরে আবার কখনও সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়াতে ত্রাণ বিলি করছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কিন্তু এবার ত্রাণের পাশাপাশি এক অভিনব উদ্যোগ নিলেন তিনি।

শশী পাঁজা নিজে চিকিৎসকও। তাই ঘরবন্দি মানুষের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেছেন তিনি। অনেকে ঘরবন্দী, তাই এখন শুধু টিভি আর মোবাইল আসক্তি বাড়ছে। এটার কী ক্ষতি সেটা উপলব্ধি করেই চাল-ডালের মত অত্যাবশ্যকীয় জিনিসের সঙ্গেই লুডো বিতরণ করলেন মন্ত্রী। যাতে টিভি মোবাইলের পাশাপাশি মানুষ একটু লুডো খেলে সময় কাটাতে পারে। এতে ক্ষতিও কম।

Previous articleভবঘুরেদের জন্য খাবারের আয়োজন, মানবিকতার নজির পুলিশের
Next articleকরোনা সতর্কতা: এনআরএস-এর চিকিৎসক-নার্স সহ ৬৫জন কোয়ারেন্টাইনে