সিঙ্গাপুরে লকডাউন: বেসরকারি ক্ষেত্রেও বেতন সরকারের !

নজিরবিহীন সিদ্ধান্ত।
করোনা সাবধানতায় মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে এক মাসের লক ডাউন।

সরকারের সিদ্ধান্ত:
সব সরকারি কর্মী বেতন পাবেন।
বেসরকারি ক্ষেত্রে সব সংস্থাকে বেতন অব্যাহত রাখতে হবে। তাদের মধ্যে যারা সিঙ্গাপুরের নাগরিক, তাদের বেতনের 50% দেবে সরকার।
বৈধ কাগজপত্র নিয়ে দেশে থাকা বিদেশি শ্রমিক ও কর্মীদেরও কিছু সাহায্য দেবে সরকার।

সিঙ্গাপুর একটি শহর-রাষ্ট্র। লোক কম। ধনী দেশ। তাই এটা সম্ভব হচ্ছে। সরকার মনে করছে এখানকার বিপুল শ্রমিক আবাসন থেকে করোনা ছড়াচ্ছে। তাই লকডাউনের সিদ্ধান্ত।

 

Previous articleকরোনা-যুদ্ধে জয়লাভ করতে ভিডিওতে ৯টি প্রশ্ন প্রকাশ্যে আনল তৃণমূল
Next articleবিবেক কুমারকে নিয়ে হঠাৎ জল্পনা, নবান্ন বলছে গুজব