নজির গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ হিসেবে ফেস বুক লাইভে তাঁর ঘোষণা:

লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভা এলাকাগুলিতে 12 এপ্রিল থেকে শুরু হবে 21 টি কমিউনিটি কিচেন।

রোজ 40,000 গরিব পরিবারের বাড়ি রান্না করা খাবার যাবে।
কাউকে নিতে আসতে হবে না। স্বেচ্ছাসেবকরা সব নিয়ম মেনে গিয়ে খাবার দিয়ে আসবে।

কারা এই খাবার চান, 9 এপ্রিল থেকে ফোনে নথিভুক্তি হবে। নম্বর: 033 4087 6262.
এই প্রকল্পের নাম “কল্পতরু”। এটি শুধু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের জন্য।

অভিষেকের ইচ্ছা ছিল সারা বাংলায় করার। অত সামর্থ নেই। তাই নিজের লোকসভা কেন্দ্রে দায়বদ্ধতা পালন করছেন।

যারা ফোন করতে পারবেন না, স্থানীয় অন্য কেউ সেই গরীব পরিবারকে চিহ্নিত করে দিতে পারেন।

অভিষেক সাংসদ হিসেবে যা করলেন, অন্য কোনো সাংসদ তা করতে পারেন নি।

উল্লেখ্য, এর আগে 50,000 গরিব পরিবারের হাতে এই লকডাউন চলাকালীন চাল,ডাল, চাসহ খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন অভিষেক।


এছাড়াও এদিন তিনি করোনা রুখতে সচেতন আচরণবিধি ব্যাখ্যা করেন।
