Monday, May 5, 2025

শহরে ফুটপাথে হানা করোনার, কোভিড-১৯ আক্রান্ত দুই ভিখারি! গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

Date:

করোনা নিয়ে উদ্বেগ বাড়ল রাজ্য স্বাস্থ্য দফতরের। এবার

শহরের ফুটপাথে হানা দিলো কোভিড-১৯। তার জেরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শহরের দু’প্রান্তের দুই ফুটপাথবাসী ভিখারি।

এতদিন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই বিদেশ যোগ ছিল। কিন্তু এবার করোনা ফুটপাথে থাবা বসাতেই কপালে ভাঁজ স্বাস্থ্য আধিকারিকদের। শহর কলকাতায় ফুটপাথবাসীর সংখ্যা নেহাতই কম নয়। ফলে গোষ্ঠী সংক্রমণের প্রবল আশঙ্কা তৈরি হলো।

জানা গিয়েছে, বউবাজার থানার এক সাব-ইনসপেক্টর সম্প্রতি ফুটপাথবাসী এক ভিখারিকে নিয়ে এনআরএস হাসপাতাল আসেন। ফুটপাথবাসী ওই ব্যক্তির শরীরে ভাইরাসের সংক্রমণ হয়ে থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই তাঁকে নিয়ে হাসপাতালে আসেন ওই সাব-ইনসপেক্টর। সোয়াব টেস্টের পর দেখা যায় রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। এরপরই ওই ভিখারিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কার এখানেই শেষ নয়। বউবাজারের পর দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকার এক এক ভিখারির শরীরেও করোনা সংক্রমণের হদিশ মিলেছে। উপসর্গ দেখে তাঁকে ভর্তি করা হয়েছিল এম আর বাঙ্গুর হাসপাতাল। তাঁরও লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশে তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই কলকাতার ফুটপাথে নজরদারি শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফেও গোটা বিষয়টিকে বিরাট গুরুত্ব দিয়ে কাজ শুরু করা হয়েছে।

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...
Exit mobile version