দেশে আরও দু’ সপ্তাহ লকডাউন বাড়ানোর আর্জি জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই আবেদন জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, যে হারে তেলেঙ্গানা সহ দেশের অন্যত্র করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে ১৪ এপ্রিলের পর লকডাউন তুলে নিলে এতদিনের সব চেষ্টা জলে যাবে। সংক্রমণ আটকাতে আরও দু’ সপ্তাহ লকডাউন জারি রাখা হোক। তাঁর মতে, করোনার সংক্রমণ বাড়তে থাকলে আরও বড় আঘাত নামবে অর্থনীতিতে। তাই সংক্রমণ রুখতে একটানা আরও কিছুদিন লকডাউনে থাকাই একমাত্র বিকল্প।
