লকডাউনের জের: বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত অর্থ ফেরত চাইল রাজ্য সরকার

নভেল করোনাভাইরাসের জেরে টানা লকডাউনে ব্যাপক ক্ষতির মুখে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বিভিন্ন দফতর ও জেলা পরিষদগুলিকে প্রকল্প বাবদ প্রাপ্ত অর্থের খরচ না হওয়া অংশ এবং গত অর্থ বছরের পড়ে থাকা তহবিলের অর্থ দ্রুত ফেরত পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে আবশ্যিকভাবে এই অর্থ ফেরত দিতে হবে বলে রাজ্যের তরফে চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়ে খরচে লাগাম টানতে রাজ্য সরকার ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ করার নির্দেশিকা জারি করেছে। ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকরী থাকবে বলে জানা গিয়েছে।

Previous articleলকডাউনে মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগে ফেসবুক লাইভে অভিষেক! অপেক্ষায় ডায়মন্ড হারবার
Next articleহাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ভারতকে