হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ভারতকে

করোনা ত্রাসে মার্কিন মুলুকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।

কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে ভারত ওই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তাতে ক্রুদ্ধ হয়েছেন ট্রাম্প।
এই পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি ওই ওষুধ আমেরিকায় না পাঠায়, তিনিও প্রতিশোধ নেবেন।
ট্রাম্প জানান, ” রবিবার মোদিকে ফোন করেছিলাম। তিনি যদি ওষুধ না পাঠানোর সিদ্ধান্ত নেন, আমি অবাক হব। তাঁর আগেই আমাকে সেকথা বলা উচিত ছিল। “

Previous articleলকডাউনের জের: বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত অর্থ ফেরত চাইল রাজ্য সরকার
Next articleগোদের উপর বিষ ফোঁড়া, শহরের এই এলাকায় ট্যাপ খুললেই বেরোচ্ছে কালো জল!