কোচবিহারের শীতলকুচি থানা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই থানার হাতিয়ার গান। পুলিশ কর্মীদের দিয়ে ভিডিও তৈরি করেছেন তাঁরা। কী করবেন, আর করবেন না, সে কথা তো আছে, সেই সঙ্গে সমবেত লড়াইয়ের অঙ্গীকার। গানের কথা লিখেছেন, সুর দিয়েছেন আর গেয়েছেন মানবেন্দ্র বর্মন। গানের কথা এইরকম, ” আমরা বাঁচতে চাই/ বিশ্ববাসী করোনামুক্ত হতে চাই।” জনসচেতনতায় এই গান সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে।

দেখুন ভিডিও…
